Tuesday, January 26, 2016

‪#‎আন্দোলনেই‬ করবো শেষ ল্যাজ গুটিয়ে আর এস এস।দফতরের সামনে বিক্ষোভ, অতি বাম ছাত্রদের বেধড়ক মার আরএসএস-এর

RSS এর গুণ্ডা বাহিনীর হাতে আবারও আক্রান্ত হল সংগ্রামী ছাত্র ছাত্রীরা। আর.এস.এস যদি একটা মার মারে ওদের কেও দশটা মার ফিরিয়ে দেওয়া যায়, এটা যেন ঐ গেরুয়া কুত্তা গুলো মনে রাখে। আমরা রাজপথ এ ছিলাম। রাজপথ এই আছি।
‪#‎আন্দোলনেই‬ করবো শেষ
ল্যাজ গুটিয়ে আর এস এস।

RSS workers allegedly beating up ultra left students as the latter protested near Keshab Bhavan on Rohit Vemula issue.
ABPANANDA.ABPLIVE.IN

Cpim Howrahdc

রোহিত ভেমুলার আত্মহত্যা: দফতরের সামনে বিক্ষোভ দেখানোয় ছাত্র সংগঠনের সদস্যদের মার আরএসএস-এর
রোহিত ভেমুলার আত্মহত্যা: দফতরের সামনে বিক্ষোভ দেখানোয় ছাত্র সংগঠনের সদস্যদের মার আরএসএস-এর
কলকাতা: দফতরের সামনে বিক্ষোভ দেখানোর জের। ছাত্র সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউএসডিএফ)-এর সদস্যদের বেধড়ক মারল আরএসএস। এক প্রতিবাদী ছাত্রের পেটে লাথি মারা হয়। বিক্ষোভকারীদের আক্রান্ত হতে দেখেও দর্শকের ভূমিকা নিল পুলিশ। হাত গুটিয়ে রাখল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে আরএসএস। আরএসএসের লাথি!
হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় তোলপাড় দেশ। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিডন স্ট্রিটে আরএসএসের দফতর ‘কেশব ভবন’-এর সামনে বিক্ষোভ দেখাতে যায় ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্র্যাটিক ফ্রন্ট। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। বাকি বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে আরএসএস কর্মীরা।
http://abpananda.abplive.in/…/rss-workers-act-violently-bea…
etx-usdf-reax-on-rss-attacketx-rss-on-police-inaction-
ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমের কর্মীদেরও হেনস্থা করা হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করে পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আরএসএস-এর রাজ্য সম্পাদক ঋজু বসু।
দাদরি হত্যাকাণ্ড থেকে প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজকের মুখে কালি মাখানো। গুলাম আলির অনুষ্ঠান বাতিল থেকে হরিয়ানায় দুই দলিত শিশুকে পুড়িয়ে মারা। গত কয়েক মাসে দেশজুড়ে অসহিষ্ণুতার একের পর এক নজির। উঠেছে সমালোচনার ঝড়। তবুও কয়েকদিন আগে আত্মহত্যা করতে হয়েছে, মেধাবি দলিত ছাত্র রোহিত ভেমুলাকে। ঘটনার এফআইআর-এ নাম রয়েছে মোদি সরকারের মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র। রোহিতের মৃত্যুর বিচার চাইতে গিয়েই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের হাতে আক্রান্ত হতে হল বিরোধী ছাত্র সংগঠন কে!
প্রতিবাদী কণ্ঠকে দমানোর এই ছবি দেখে অনেকেই বলছেন, এটাও কি চরম অসহিষ্ণুতার পরিচয় নয়?

No comments:

Post a Comment